প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ
ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন
![]()
[caption id="attachment_87050" align="aligncenter" width="2560"]
ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন আল্লামা মাওলানা মন্জুরুল ইসলাম। ছবি - আব্দুল হান্নান (কাজল )[/caption]
চট্টগ্রাম পাহাড়তলী ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহাফিল উদযাপন অনুষ্ঠান ১০ অক্টোবর চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ডাঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ নুরুল আমিন।
প্রধান অতিথি ছিলেন ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদের খতিব আল্লামা মাওলানা মন্জুরুল ইসলাম।
বক্তব্য রাখেন মাওলানা রবিউল হোসাইন আল ওয়াইসী, মাওলানা আবুল কাসেম খান, মসজিদ পরিচালনা পরিষদের ইসলাম খান, রহিম খান, মোঃ লোকমান, মোঃ শাহজাহান, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ গুলজার হোসেন, কার্মাল উদ্দিন, শেখ রাজিব আহম্মেদ, কামাল ভান্ডারী, রহমান খান।
[caption id="attachment_87051" align="aligncenter" width="2560"]
চট্টগ্রাম পাহাড়তলী ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহাফিল উদযাপন। ছবি - দৈনিক নয়াবাংলা[/caption]
মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত