[caption id="attachment_87169" align="aligncenter" width="2560"]
সীতাকুণ্ডের স্থানীয় নারী উদ্যোক্তাদের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত মুজিব চলচ্চিত্রটি লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগে দেখানোর পরে। ছবি - আব্দুল হান্নান[/caption]
সীতাকুণ্ডের স্থানীয় নারী উদ্যোক্তাদের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত মুজিব- একটি জাতির রূপকার চলচ্চিত্রটি সীতাকুন্ড থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগে দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২:০০ টা থেকে নগরের একটি সিনেমা হলে এই শো-টি দেখানো হয়।
এ সময় নারী উদ্যোক্তা ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_87170" align="aligncenter" width="2560"] সীতাকুণ্ডের স্থানীয় নারী উদ্যোক্তাদের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত মুজিব চলচ্চিত্রটি লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগে দেখছেন নারীরা। ছবি - দৈনিক নয়াবাংলা[/caption]
উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ একরাম,
চট্টগ্রাম ওমেন্স চেম্বারের ভাইস- প্রেসিডেন্ট নিশাত ইমরান, নারী উদ্যোক্তা, শিরিনা আক্তার, রোজিনা আক্তার, নাহিদা সুলতানা, দিলরুবা আক্তার, নাসিমা আক্তার প্রমূখ
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত