[caption id="attachment_8723" align="aligncenter" width="720"]
গাজীপুরে গ্রেফতার মোঃ মেহেদী হাসান বাবুল (৩৬) এবং আনোয়ার হোসেন (২৮) -ছবি : নয়াবাংলা[/caption]
জেএমবির আইইডি তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারি দুই জঙ্গী সদস্যকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১ ।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান বাবুল (৩৬) এবং আনোয়ার হোসেন (২৮)।
র্যাব জানায়, গত ৭ মে র্যাব-১ এর অভিযানে জেএমবির আইইডি (ওঊউ) তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহকারী জঙ্গী সদস্য ইমরান এবং তার সহযোগী রফিককে বিপুল পরিমান বিস্ফোরক ও আইইডি (ওঊউ) তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। ওই জঙ্গী সদস্যদের জিজ্ঞাসাবাদে মোঃ মেহেদী হাসান বাবুল ও আনোয়ার হোসেনের সম্পৃক্ততা প্রকাশ পায় । এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় র্যাব-১ একটি বিশেষ অভিযান পরিচালনা ওই দুই জঙ্গীকে গ্রেফতার করে।.
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত