“ মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম এর কবিতা “ 

কবি ও গল্পকার – মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম
পরম বন্ধু –
মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম
বই মোদের পরম বন্ধু পড়ব ভালো মনে,
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়ব মোরা জ্ঞানে।
পাশে আছে খাতা কলম এসব মোদের করে উপকার,
কখনো মানব পিছিয়ে যাবেনা লেখাপড়া আছে যার।
অনেকের কাছে শুনেছি মোরা শিক্ষা জাতির মেরুদন্ড,
বই খাতা ও কলম এসব হলো শিক্ষার এক একটি খন্ড।
এসা নবীন যাত্রী তোমরা আছ কই ?
মিলে মিশে একিসাথে পড়ব অনেক বই।
জ্ঞানের পথ –
মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম.
নৈতিক ভাবে ভালো মনে বই খুলে পড়,
ভালো মত পড় যদি, হবে তুমি বড়।
দিনের কাজ করলে শেষ, ভালো লাগবে বেশ।
আজকে তুমি আছ নবীন,
হবে তুমি বড়, পড় যদি নিত্যদিন।
বড় যদি হতে চাও বই খুলে পড়,
আবোল – তাবোল পথ না থরে জ্ঞানের পথ ধরো।
তবে তুমি হবে বড়, যদি বইটা খুলে পড়।
এই জগতে বড় হওয়া একটি উপায় ,
ওহে নবীন যাত্রী কথাটি তোমাকে জানাই।
শেয়ার করুন