
বিশ্ব মুসলিম এক হও
– মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম
পারবোনা আর বসে থাকতে রুখব এবার বজ্জাতের সঙ্গে,
কেন তারা করছে আঘাত ফিলিস্তিন মানব জাতির সারা অঙ্গে।
কেমন করে থাকব ভাই বক্ষ জুড়ে কান্না শুনে,
এমন সাহস পেল কোথায় দিল বা কোন জনে।
মুসলিম ভাই এক হয়ে যাও দেখব এবার কেমনে তারা মারে,
বজ্জাতের সঙ্গে করব লড়াই করব শেষ এক এক করে।
যাও যাও এক হয়ে যাও
বিশ্ব মুসলিম এক হয়ে যাও।
রক্তে ভরা ফিলিস্তিন
– মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম
দিন যায় রাত আসে কখনো থামেনি ফিলিস্তিন মানব জাতির কান্না,
প্রতিটি সময় দেখা যায় যে নানা জায়গায় রক্তের বন্যা।
মা,বাবা,ভাই,বোন পায়না কেউ রেহাই, কখন যে তারা এই বজ্জাত
দলের হাত থেকে মুক্তি পায়। দিন দিন বেড়েই যাচ্ছে
বজ্জাতের ভয়ানক অত্যাচার, ফিলিস্তিনে ছড়িয়ে পড়ছে
অত্যাচার মৃত্যু বার বার। ফিলিস্তিনের জন্যে সারা বিশ্ব
করছে যে বক্ষ জুড়ে কান্না, কখন যে বন্ধ হবে
ফিলিস্তিনের রক্তের বন্যা। যারা মারছে মানুষ – পুড়ছে শহর তারা কী মানুষ নয় ?
কখন হবে এই স্লোগান ‘জয় ফিলিস্তিনের জয়’।