
চট্টগ্রাম তাইকোয়ান্দো (আইটিএফ) এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ জুন) নগরীর অলংকারস্থ হোটেল জামানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রধান মো: আলী আকবর। সঞ্চালণায় ছিলেন মো: আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উশু জাজ এন্ড কোচ ডাঃ মো: শফি আইনাইন (বার্মা)। প্রধান বক্তা ছিলেন পাহাড়তলী হাজী ক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের প্রশিক্ষক এম এ হান্নান কাজল। বিশেষ অতিথি ছিলেন শাউলিন কুংফু এন্ড উশু একাডেমীর প্রধান প্রশিক্ষক ফরিদুল হাসান মংচকিং (বার্মা), উশু ও তায়কোয়ান্দো প্রশিক্ষক মো: মহসিন, শাওলীন কুংফু প্রশিক্ষক সাজ্জাদ হোসেন, আফতাব ফারহান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।