[caption id="attachment_87315" align="aligncenter" width="602"] কবি ও গল্পকার - মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম[/caption]
সবুজে শ্যামলে একটি ছবি নাম তার স্বদেশ,
বসে বসে আঁকি আমি দেখতে লাগতে বেশ।
নীল আকাশে ঘুরে বেড়ায় হরেক রকম পাখি,
আর্টবোর্ড নিয়ে আমি সেই ছবিটি আঁকি।
সবুজ মাঠের বুকে চাষি ভাই করছে চাষ,
সারি সারি ঘরে আছে নানা মানুষের বাস।
ছোট ছোট ছেলে মেয়েরা যায় পাঠশালে,
সেই ছবিটি আঁকি আমি মনটা যায় খুলে।
এক পাশে আছে নদী-নদীর পাশে বালুচর,
সেই ছবিটি আঁকি আমি সারাদিন ভর।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত