বাংলাদেশ রুদ্রপাল সমিতি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র-এর স্মরণানুষ্ঠান উপলক্ষে স্মারকগ্রন্থ প্রকাশ, স্মৃতি অর্পণ, প্রতিষ্ঠাতা সদস্যদের মরণোত্তর সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ রুদ্রপাল সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে ও মহাসচিব মিলন কান্তি রুদ্র’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রধান স্মৃতিচারক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, উপ-উপাচার্য বেণু কুমার দে, প্রফেসর ড, অনুপ কুমার, মীর মোঃ মহিউদ্দিন, অধ্যাপক মুনিল চন্দ্র পাল, সাধন বিকাশ পাল, নারায়ন চন্দ্র পাল, ইন্জিনিয়ার অমল রুদ্র, শ্রী আশিষ কুমার রুদ্র, ডাঃ শিমুল রুদ্র,অধ্যাপক কলৈন্দ রুদ্র,দয়াল রুদ্র, ললিত মোহন রুদ্র,প্রিয় নাথ রুদ্র, সাধন রুদ্র, অজিত শীল, তাপস কান্তি রুদ্র, পরিমল পাল, গোপাল রুদ্র, মানস পাল, সব্দীচনে রুদ্র, অর্ধেন্দু, বিশা রুদ্র, রতনা প্রভা রুদ্র, মোহন রুদ্র, বিকাশ রুদ্র,হিমাংসু রুদ্র,সহ পরিবারের সদস্যরা।
পরে প্রতিষ্ঠাতা সদস্যদের মরণোত্তর সম্মাননা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।