
চট্টগ্রাম : একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের বহির্নোঙ্গর থেকে এসব ইয়াবা আটক করা হয়।
শুক্রবার (২২ জুন) রাতে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়। ওই সময় ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।