
পটিয়া রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আত্নপ্রকাশ হয়েছে। পটিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
এ উপলক্ষ্যে ২৭ অক্টোবর (শুক্রবার রাতে) পটিয়া পৌরসদরস্হ সংগঠনের কার্যালয়ে এক সভা শেষে সর্ব সম্মতিক্রমে দেশ রুপান্তরের পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরীকে সভাপতি, সকালের সময়ের নয়ন শর্মাকে সহ-সভাপতি, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক করা হয়েছে দেশ বার্তার অরুন নাথকে, ক্লিক নিউজের মো. রিদওয়ানকে অর্থ সম্পাদক, আজকের দর্পনের শাহেদ খান হৃদয়কে প্রচার সম্পাদক, দেশ বর্তমানের আকবর উদ্দিন খানকে দপ্তর সম্পাদক, দৈনিক কাগজের জাফর আলম আশিককে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও নগর নিউজের আকরাম খান ও রিদুয়ান মো. ইরফানকে করা হয়েছে নির্বাহী সদস্য। কমিটি গঠন প্রক্রিয়া পূর্ব এক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, নজরুল ইসলাম, সুরজিত শীল, রাজিব সেন প্রিন্স।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত