তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন শাহিন শাহ আফ্রিদি।
মঙ্গলবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ১৩ত আসরের ৩১তম ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম আর হারিস রউফের গতির মুখে পড়ে ৪৩.৩ ওভারে ২০৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৫ ও ৪৩ রান করে করেন লিটন কুমার দাস ও সাকিব আল হাসান।
পাকিস্তানের হয়ে ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮.১ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন হারিস রউফ।
এদিন ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট শিকারের মধ্য দিয় অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে ছাড়িয়ে ওয়ানডেতে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি।
ওয়ানডেতে মাত্র ৪২ ম্যাচে ১০০ উইকেট শিকারের করেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছান। ৪৪ ম্যাচে ১০০ উইকেট শিকার করেন আফগান লেগ স্পিনার রশিদ খান। এই রেকর্ড গড়তে শাহিন আফ্রিদি খেলেছেন ৫১ ম্যাচ। মিচেল স্টার্ক খেলেছেন ৫২ ম্যাচ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত