নাশকতার পরিকল্পনা ; চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদলের সভাপতি

চট্টগ্রামে-অস্ত্রসহ-গ্রেপ্তার-যুবদল-সভাপতি সোহেল।

চট্টগ্রামে মঙ্গলবার অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কাজী সালাউদ্দিনের নির্দেশনায় ও রোকন মেম্বারের তত্মাবধানে বুধবারে ভোরে ভাটিয়ারী এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল। মূলত সেজন্যই জঙ্গল সলিমপুরে অস্ত্র নিয়ে সহযোগীদের অপেক্ষায় ছিল সে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড গুলিসহ শফিকুল ইসলাম ওরফে সোহেল নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার সলিমপুর এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম ওরফে সোহেল সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদলতে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, চাঁদাবাজীসহ ২২ টা মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর থেকে তাকে গ্রেপ্তার করেছি আমরা। গ্রেপ্তার সোহেল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী খ্যাত যুবদল ক্যাডার রোকন মেম্বারের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদলতে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, চাঁদাবাজীসহ ২২ টা মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কাজী সালাউদ্দিনের নির্দেশনায় ও রোকন মেম্বারের তত্মাবধানে বুধবারে ভোরে ভাটিয়ারী এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল। মূলত সেজন্যই জঙ্গল সলিমপুরে অস্ত্র নিয়ে সহযোগীদের অপেক্ষায় ছিল সে।’

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি

শেয়ার করুন