[caption id="attachment_8743" align="aligncenter" width="480"]
ফাইল ছবি[/caption]
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় ১৬ জন পোশাক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (২৪ জুন) এক শোকবাণীতে স্পিকার বলেন, রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬ জন পোশাক শ্রমিকের প্রাণহানি ও আহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। এ মৃত্যু অপ্রত্যাশিত ও বেদনাদায়ক। স্পিকার হতাহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া রংপুরের হতাহতের ঘটনায় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাসস।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত