প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে নগরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন
![]()
[caption id="attachment_87459" align="aligncenter" width="364"]
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে নগরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন। ছবি - দৈনিক নয়াবাংলা[/caption]
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে নগরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) সকালে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে তারা।
এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি বাংলানিউজকে বলেন, আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে তারা। এ ঘটনায় অভিযান চালিয়ে ফারুক, আলমগীর ও রুবেল নামে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত