প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ
![]()
[caption id="attachment_87473" align="aligncenter" width="300"]
কবি ও গল্পকার - মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম[/caption]
মায়ের মধু মাখা হাত
- শেখ সজীবুল ইসলাম
মাগো তোমারির মায়ার তলে,
থাকি যেন আমি ছায়ার স্থলে।
তুমি যখন মোরে কর আদর,
তখন মনে হয় পড়িয়ে দিলে তুমি আমার স্বর্গের চাদর।
তুমি যে আমার দরদী মা,
তোমার মতো হয়না কেউ তুমি এমন মা,
তোমারীর মতো মায়া ভরা মন আর কারো থাকে না,
এই জগতে মাগো আমি তোমাকেই ছাড়া আর কিছু চাইনা।
তুমি যখন দাও আমার মাথায় হাত বুলিয়ে
তখনি মাগো যায় আমার প্রাণ ভরিয়ে।
তোমার কাছে আছে যে মধু মাখা হাত দুখানা,
তোমার হাতগুলি আমার মাথায় না ছোয়ালে মনটা আমার ভরেনা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত