বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নির্বাচান বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসনার নেতৃত্বে ১৪ দলের সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। এই উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতাবিরোধী শক্তি দেশ-বিদেশিদের নিয়ে নানা চক্রান্ত করছে। উন্নয়নের স্বার্থে এ সরকার বারবার দরকার।
উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাসদ কমিটির সভাপতি নুরুল আমিন।
সমাবেশের আগে শহরের আদালত মাঠে জড়ো হয়ে মিছিল শুরু করে দলটি। মিছিলটি ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হন।

শিরিন আখতার [/caption]