
বিএনপি – জামাতের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, সাংবাদিকদের উপর আক্রমণ, পুলিশ হত্যা . গণপরিবহনে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ আজ ৮ নভেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে।
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউছুফ এর সভাপতিত্বে ও এডভোকেট বাসন্তী প্রভা পালিত এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দা রিফাত আরা, রুমানা নাসরিন মিশু, রওশন আরা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহান আরা নাসরিন, কৃষি বিষয়ক সম্পাদক রহিমা মনসু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, সদস্য এডভোকেট রেহানা আক্তার, পারভিন আক্তার, লিপি দেওয়ানজী, নিলিমা বড়ুয়া, দেলোয়ারা বেগম, লক্ষী রানী চক্রবর্তীসহ প্রমুখ।
পরে এক বিক্ষোভ মিছিল বের করে এর সমাপ্তি হয়।