অন্ধ্র প্রদেশের ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে আগে ব্যাটিং করে ৩৭.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন আরিফুল ইসলাম। স্বাগতিক ভারতের হয়ে সর্বোচ্চ ৭৭ রান আর্শিন কুলকার্নির ব্যাটে।
আগে ব্যাট করতে নেমে ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ যুবারা। সেখান থেকে ৫৯ রানের জুটি গড়েন আরিফুল ও অধিনায়ক আহরার আমিন। ২৩ রান করে আহরার আউট হলে ভাঙে জুটি।
জবাব দিতে নেমে ২৫.২ ওভারের উদ্বোধনী জুটিতেই ১৩৬ রান তুলে ফেলে ভারত অনূর্ধ্ব-১৯ (এ) দল। আদর্শ সিং ৭৫ বলে ৬৭ রান করে আউট হলে ভাঙে জুটি। তবে ৩ নম্বরে নামা উদয় শাহরানকে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন আর্শিন কুলকার্নি।
বাংলাদেশের পরের ম্যাচ ভারত অনূর্ধ্ব-১৯ (বি) দলের বিপক্ষে। চার দলীয় এই সিরিজে ভারতের দুইটি দলের সাথে বাকি দুই দল বাংলাদেশ ও ইংল্যান্ড।