প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
গাজায় নিহত কর্মীদের স্মরণে পতাকা অর্ধনমিত রাখল জাতিসংঘ
![]()

এশিয়াজুড়ে সোমবার জাতিসংঘের বিভিন্ন কম্পাউন্ড ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়। ইসরায়েল-হামাস সংঘর্ষে গাজায় প্রাণ হারিয়েছেন এমন সহকর্মীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন কর্মীরা। ফিলিস্তিনিদের সহায়তা বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) শুক্রবার ঘোষণা করেছে, ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় জাতিসংঘের শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে এশিয়া জুড়ে জাতিসংঘের নীল এবং সাদা রঙের পতাকা অর্ধনমিত রাখা হয়।
বিশ্বজুড়ে জাতিসংঘের অন্যান্য সদর দপ্তরে সোমবার দিনব্যাপী একই ধরনের কার্যক্রম করা হবে। এদিকে ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে। এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই শিশু।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত