রোববার শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

ফাইল ছবি

নগরীর ডিসি হিল প্রাঙ্গনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে আজ (রোববার) ২৫ জুন বিকাল ৩টায়।

জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহাশোভাযাত্রা নন্দনকানস্থ শ্রীশ্রী রাধামাধাব মন্দির ও গৌর নিতাই আশ্রম সম্মুখে ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বোস ব্রাদার্স – সিনেমা প্যালেস –  লালদিঘীর পাড় -বক্সিরহাট বিট – আন্দরকিল্লা – চেরাগি পাহাড় – জামালখান – আসকারদিঘীর পাড় – কাজির দেউড়ী – লাভ লেইন হয়ে পুনরায় ডিসি হিলে এসে সমাপ্ত হবে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন),চট্টগ্রাম বিভাগীয় কমিটির তত্তাবধানে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম সমক্ষে রথযাত্রা মহোৎসব উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, জগন্নাথ লীলামহিমা আস্বাদন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, আলোচনা সভা, হরেকৃষ্ণ ব্যান্ড, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন ইসকন সন্ন্যাসী, জ্যেষ্ঠ ভক্ত, রাষ্ট্রীয় অতিথি, দেশ বরেণ্য বিশিষ্ট রাজনীতিক, প্রশাসনিক, রাষ্ট্রদূত ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

সমগ্র অনুষ্ঠানে আশিবার্দক হিসেবে উপস্থিত থাকবেন ইসকনের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ ভক্তিনিত্যানন্দ স্বামী মহারাজ, শ্রীধাম মায়াপুর, ভারত। মহোৎসবে পৌরহিত্য করবেন শ্রীপাদ ভদ্রচারু দাস, শ্রীধাম মায়াপুর, ভারত।

এতে সকলের সার্বিক অংশগ্রহন ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন