বিদ্যুৎপিষ্ঠে গবাদি পশুর মৃত্যু : ২জন আহত

বিদ্যুতের বেহাল দশা বিবিরহাট আঞ্চলিক কার্যালয়

বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাওয়া গরুর পাশে সিরাজ। ইনসেটে ছিঁড়া তার লাল ফিতা দিতে বাঁধা। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : সড়কের উপর ছিঁড়ে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে একটি গবাদি পশু মারা গেছে। আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন মো. সিরাজ মিয়া ও তার বন্ধু। তারা আরেফিন নগরের মাঝের ঘোনা এলাকায় বসবাস করেন।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর, এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
যোগাযোগ করা হলে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ অঞ্চল বিবিরহাট আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বলেন-আমি ছুটিতে আছি। সহকারী প্রকৌশলী মিজানুর রহমান দায়িত্বে আছেন। আপনি তার সাথে কথা বলেন। ফোনে কথা হয় মিজানুর রহমানের সাথে তিনি বলেন-‘আমি ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি। তিন দিন আগের ঘটনা। এখনো সঞ্চালন লাইন মেরামত করা হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।’ তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি আইনী প্রতিকার পাবেন কিনা? এমন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন ওই কর্মকর্তা।
এলাকার লাইনম্যান দিদারুল আলম। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপ-সহকারী প্রকৌশলী খোরশেদ আলমও ছুটিতে আছেন বলে জানালেন ঘটনাস্থলে আসা বিদ্যুৎকর্মী উজ্জ্বল।

ভুুক্তভোগী সিরাজ বলেন-সকালে আমার বন্ধুসহ গরু নিয়ে এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেটের দিকে যাওয়ার পথে লোহার ব্রিজের সামনে বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে আমার গুরুটি সাথে সাথে মারা যায়। গুরুটি বাঁচাতে গিয়ে আমি এবং আমার বন্ধু আহত হই। পরে এলাকাবাসীর কাছে জানতে পারি-তিন দিন ধরে ওই বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পরে ছিল। আমি এর বিচার চাই।’
স্থানীয়রা জানান, তিনদিন ধরে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পরে আছে। তাদের অভিযোগ,  দুর্ঘটনার আশংকা আছেÑবিষয়টি বিদ্যুৎ অফিসে জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে একটি গরুটি মারা গেছে। আহত হয়েছেন দুইজন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ বিভাগের লোকজনের সীমাহীন উদাসীনতায় এমন দুর্ঘটনা ঘটেছে। হয়তো আরো বড় দুর্ঘটনা অপেক্ষা করছেÑপ্রাণহানির ঘটনার ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, এলাকাজুড়ে বিদ্যুতের বেহাল দশা। এখানে বিদ্যুতের কোন কর্মকর্তা কর্মচারী আসেন না বললেই চলে। এলাকাজুড়ে চলে বিদ্যুৎ চুরির মহোৎসব। কেউ কেউ একটি মিটার অনুমোদন নিয়ে শত ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন নির্ধিদ্বায়। আবার একটি সংগঠনের লোকজন জনৈক ব্যক্তির নামে একটি মিটারে সংযোগ নিয়ে খুলে বসেছেন স্বতন্ত্র বিদ্যুৎ বিতরণ অঞ্চল। যেখানে হাজারো মিটারে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন তারা। সেখানে সংযোগ দেয়া বিল ইস্যু এবং বিল আদায়ও করেন ওই সংগঠনের লোকজন। যার একটি সংযোগও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নয়। মূলত তারাই এসব বিদ্যুৎ সঞ্চালন লাইন দেখাশোনা করেন। বিদ্যুৎ চুরির মহোৎসব বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।.

 

শেয়ার করুন