
বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা টানা দুই দিনের হরতালের প্রথম দিনে চট্টগ্রাম আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি জামায়াতপন্থি আইনজীবীরা।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)’ এর ব্যানারে তারা এ বিক্ষোভ করে। সরকারের পদত্যাগ এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে এ সমাবেশের আয়োজন করে ইউএলএফ।
চট্টগ্রামে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কনভেনার অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের চিফ কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. জহুরুল আলমের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান এবং হরতাল পালনের ঘোষণা দেন।