[caption id="attachment_87825" align="aligncenter" width="300"]
দৈনিক নয়া বাংলা’র সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরো[/caption]
চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক নয়া বাংলা’র প্রকাশক ও সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরো হার্টের গুরুতর সমস্যা নিয়ে চট্টগ্রামের রযেল হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন ।
গত ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) তাকে নগরীর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদকের কন্যা শোভা মাইশা এনায়েত জানিয়েছেন, তাঁর বাবার হার্টের ব্লক ধরা পড়েছে। দ্রুত রিং পড়াতে হবে। পরিবারের পক্ষ্য থেকে দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত