
সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেড এর উদ্যোগে তৃণমূল মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ নভেম্বর মডার্ণ হসপিটাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ডাঃ আফরোজা তালুকদারের সভাপতিত্বে পরিচালক মোঃ সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সীতাকুণ্ড উপজেলার কমিশনার ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবু রাশেদ মোঃ শের আখতার, সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ, সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম রুবেল, মডার্ণ হসপিটাল লিমিটেডের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, ডাঃ মোঃ সাঈদ ছালাম রাহাত ও বিশিষ্ট লেখক প্রভাষক মোঃ এখলাস। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের ভিন্নধর্মী এই আয়োজন অসাধারণ ও প্রশংসনীয় উদ্যোগ। এই ধরণের আয়োজন সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির ভূমিকা রাখবে। তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সেলক্ষ্যে গড়ে তোলেন ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক। স্হাপন করেন সরকারি বেসরকারি মিলিয়ে ১১১টি মেডিকেল ও ডেন্টাল কলেজ। প্রধান অতিথি বলেন- ডিজিটাল স্বাস্থ্যব্যবস্হা চালু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা চারবার দেশ পরিচালনার মধ্য দিয়ে দেশের স্বাস্থ্যব্যবস্হা ও মেডিকেল শিক্ষার প্রভুত উন্নতি করেছেন। এ ধারা অব্যাহত থাকলে অবশ্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কোন কঠিন বিষয় হবে না।
শেষে বিজয়ী ১০ জনের হাতে প্রাইজমানি, ক্রেস্ট, সনদ ও একবছর মেয়াদি হেলথ্ কার্ড তুলে দেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত