[caption id="attachment_87885" align="aligncenter" width="300"]
কবি ও গল্পকার - মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম[/caption]
জনম দিয়েছ তুমি আমায়,
তাই শ্রদ্ধা ভরে আগলে রাখি তোমায়।
তুমি আমার সবকিছু মা,
তুমিই আমার প্রাণপ্রিয় মা।
কত বার নিজে আহার না করে
করিয়েছ আমায়
কী করে ভুলি যে মাগো আমি তোমায় ?
কত কষ্টে পেটে রাখিয়াছ আমায় তুমি,
তোমাকে ভুলি কেমন করে আমি ?
কতবার শীতের মাঝ রাতে
যত্ন নিয়েছিলে আমার,
কী করে ভুলতে পারি এত কষ্টের কথা তোমার ?
তুমিই দরদী, তুমিই মায়াবী, তুমি প্রাণপ্রিয়,
তুমিই হলে মা বিশ্বের জনপ্রিয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত