[caption id="attachment_87905" align="aligncenter" width="2560"]
শৈবালের মেহমানখানায় অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। ছবি - আব্দুল হান্নান ( কাজল )[/caption]
নগরীর জামালখানের মোড়ে শৈবালের মেহমানখানায় প্রতি সপ্তাহে শত শত মানুষের খাবারের আয়োজন করেন কাউন্সিলর শৈবাল দাস সুমন। এখানে শত শত মানুষ খাবারের জন্য প্রতি সপ্তাহে আসেন পেট ভরে ভাত খেতে।
তাদের মধ্যে রয়েছেন অসহায় মা বাবা ভাই বোন রিক্সা চালক থেকে শুরু করে ফুটপাতের বাসিন্দারা। খাবার বিতরণ কালে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সাথে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল হায়দার ইমন, ইয়াসিন, সাকিব, রহমত, ওয়াদ্দু, জাকির, বশির, মিটু, নুর মোঃসহ প্রমুখ।
[caption id="attachment_87906" align="aligncenter" width="2560"]
শৈবালের মেহমানখানায় উপস্থিত কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। ছবি - আব্দুল হান্নান ( কাজল )[/caption]
খাবার বিতরণ শেষে কাউন্সিলর শৈবাল দাশ সুমন উপস্থিত সাংবাদিকদেরকে জানান, তিনি নিজ উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবারে জুমার নামাজ শেষে রান্না করা খাবার অসহায়দের মাঝে বিতরণ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত