বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোনো দিনই প্রার্থী হতে পারি না : আবদুস সবুর লিটন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আব্দুস সবুর লিটন। ছবি – আব্দুল হান্নান

 আজ ৩ ডিসেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ১ নং প্যানেল মেয়র চসিক ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন এর উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার নির্বাচনে আমি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলাম। যেহেতু নৌকা পাইনি সেহেতু নির্বাচন করছি না। আমি বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোনো দিনই প্রার্থী হতে পারি না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে কখনও আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাহিরে যায়নি এবং এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের বাহিরে যাবেন না বলে জানান।

তিনি নৌকা প্রতীকে মনোনয়ন না পাওয়ায়, স্বেচ্ছায় তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোন ব্যাক্তির জন্য নয়, নৌকার হয়ে মাঠে থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

শেয়ার করুন