ইসলামী সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় মেহেদী অনুষ্ঠানের পরিবর্তে আযীমুশশান মীলাদ মাহফিল অনুষ্ঠিত

ইসলামী সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় মেহেদী অনুষ্ঠানে আযীমুশশান মীলাদ মাহফিল অনুষ্ঠিত। ছবি – আব্দুল হান্নান

ইসলামী শিক্ষা-সংস্কৃতি বিকাশ সম্পর্কিত আদর্শ সামাজিক সংগঠন ‘ইসলামী সংস্কতি পরিষদ’-এর উদ্যোগে সংগঠনের সদস্য মুহাম্মদ আলমগীর এর কন্যার শাদীয়ে মুবারকে মেহেদী অনুষ্ঠানের পরিবর্তে আযীমুশশান নূরানী মীলাদ মাহফিল অনুষ্ঠান ৫ ডিসেম্বর ২০২৩’ মঙ্গলবার রাতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন দামুয়া পুকুর পাড় চত্বরে অনুষ্ঠিত হয়।

ইসলামী সংস্কৃতি পরিষদের দাওয়াহ্ সচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী এবং সংগঠনের উদ্যোক্তা ও অর্থ সচিব মাওলানা মুহাম্মদ আলী আক্কাছ নূরীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা অহিদুল আলমের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপদেষ্টা ও আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, উপদেষ্টা ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ-এর চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, উপদেষ্টা ও জামেয়া আহমদিযা সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ সোলাইমান আনছারী, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সুন্নী নূরানী বোর্ড-এর চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী এবং সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আসহাব উদ্দিন মজিদী প্রমুখ।

উপস্থিত ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক আল্লামা গোলাম মুস্তাফা মুহাম্মদ নুরুন্নবী আলক্বাদেরী, সাংবাদিক মুহাম্মদ গোলাম ছরওয়ার, মাওলানা মাওলানা আবদুল করীম নূরী, অ্যাডভোকেট এডিএম আরুছুর রহমান, মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন হোসাইনী, মাওলানা আবদুল্লাহ্ আল মাসুম, অ্যাডভোকেট সুলতান মুহাম্মদ জাহাঙ্গীর, ক.ম.ফ ইকবাল, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন ক্বাদেরী প্রমুখ।

ইসলামী সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় মেহেদী অনুষ্ঠানে আযীমুশশান মীলাদ মাহফিলে আগত অতিথিরা। ছবি – দৈনিক নয়াবাংলা

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াত ও নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন, শায়ের মাওলানা মুহাম্মদ শরফুদ্দীন আকবরী ও শায়ের মাওলানা মুহাম্মদ মাসুদ রেযা ক্বাদেরী। পরে মীলাদ কিয়াম ও আখেরী মুনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

শেয়ার করুন