আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টা ৪০ মিনিটে সলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি ছেলে শিশু জন্মগ্রহণ করে। বিগত ২০১৪ সালে সর্বশেষ এই কেন্দ্রে নরমাল ডেলিভারি অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিরলস প্রচেষ্টায় শিশুটি জন্মগ্রহণ করে। মোহাম্মদ শাহজালাল ও আয়েশা সিদ্দিকা দম্পতির কোল আলোকিত করে শিশুটি জন্মগ্রহণ করে। সম্পূর্ণ বিনামূল্যে প্রসব সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসিনা বেগম। অনেকদিন যাবত চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল কালামের নির্দেশনায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রমের উপর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এক সময় এই কেন্দ্রে সেবার মান ছিল অত্যন্ত নিম্ন। বর্তমান কেন্দ্রটিকে আধুনিকায়ন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির সর্বোচ্চ ভরসারস্থল হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে কেন্দ্রটিকে এসিকরন, থাই গ্লাসকরণ, টাইসকরন করে আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। এজন্য পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপপরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম মোহাম্মদ আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামকে।
এছাড়াও মাঠ পর্যায়ে প্রচার ও প্রসারের জন্য পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদ হাসান সুমনসহ পরিবার কল্যাণ সহকারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেবা সম্পর্কে জানতে চাইলে শাহজালাল দম্পতি বলেন, আজ ভোর পাঁচটার দিকে প্রসব ব্যথা উঠলে আমার স্ত্রীকে নিয়ে সলিমপুর পরিবার কল্যাণ কেন্দ্রে চলে আসি, এবং একটি ছেলে সন্তান সকাল ১১:৪০ মিনিটে জন্মগ্রহণ করে। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে বিনামূল্যে সেবা পেয়েছি। তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ।