‌ঈদ মোবারক

লাশের মিছিলে যাবে-কথাতো এমন ছিল না। কথা ছিল মায়ের কোলে ফিরেই ঈদ-আনন্দে ভাসবে সুবর্ণা। সেনা কর্মকর্তা আজিজ তার ছোট্ট সোনামণির লালটুকটুকে জামা নিয়ে ফিরবে ঈদে। এমন হাজারো বায়নাভর্তি ছিল ঈদকে ঘিরে। নিয়তির নির্মম থাবায় হারিয়ে গেলো ওরা। লাশের মিছিলে যোগ দিল প্রিয়জন ভুলে। রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬জন আর রাঙ্গামাটির পাহাড় ধসে ১৫০জন এবং দেশজুড়ে নিহতদের পরিবারে শোকের সাগর ডিঙিয়ে ঈদুল ফিতর কড়া নাড়ছে ঘরে ঘরে। আজ ঈদ। দেশের ওই সকল শোক-সন্তপ্ত পরিবারে দুঃখ ভুলিয়ে বয়ে আনুক শোক সহ্য-শক্তি। সকল শোক ছাপিয়ে ঘরে ঘরে উদযাপিত হবে মুসলমানদের বড় উৎসব ঈদুল ফিতর। আজ সব ভুলে সুখী–দুঃখীর গলাগলির দিন, আজ ধনী–নির্ধনের কোলাকুলির দিন। পবিত্র রমজানের এক মাস সিয়াম সাধনার পুরস্কার হিসেবে এলো মহাখুশির এ ঈদ। অহমিকা ভুলে নবাব–নফর বাদশা–ফকিরের কাঁধে কাঁধ মিলানোর দিন আজ। ঈদ মোবারক।

মুসলমানের সবচেয়ে খুশির ও সর্বপ্রধান উৎসব ঈদুল ফিতর। তবে সমাজের অন্য ধর্ম ও গোত্রের মানুষও উপভোগ করে এই ঈদ। উৎসবপ্রিয় জাতি হিসেবে বিশ্বসমাজে খ্যাত বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও মুসলমানদের এ উৎসবে সামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে। এ উৎসবপ্রিয়তা আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় জীবনকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে ধর্মীয় জীবনকেও। আল্লাহ্র নির্দেশমতো মাসজুড়ে অতি তাৎপর্যপূর্ণ ইবাদত রোজা পালন করেছেন মুসলমানেরা। রোজার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান শিখেছে ভোগস্পৃহা নিয়ন্ত্রণ, শিখেছে ত্যাগের মন্ত্র আর সহমর্মিতা। মুসলমান সংযমী হয়েছে, ক্ষুধার কষ্ট সয়ে তাদের হৃদয় হয়েছে খোদামুখি। অনাহারি অভুক্তের কষ্ট বুঝতে পেরে তারা হয়েছে দরাজ–দিল।

রোজা যদি দরিদ্রকে ভালোবাসতে না শেখায়, দরিদ্রকে সাহায্য করতে না শেখাখায় তবে এ ঈদের আনন্দ অর্থহীন। দীন–কাঙ্গালেরে অভুক্ত রেখে ভরপেটে যে ঘুমায় সে আর যা–ই হোক, মুমিন নয়। এ শিক্ষা মহামানবের, মানবতার প্রশিক্ষক মহানবী (সা.)-এর। আজ ঈদ এসেছে তাদের জন্যে যারা খোদার রাহে সব বিলিয়ে দিতে শিখেছে, খোদার প্রেমের শরাব পান করে যারা অকুণ্ঠচিত্তে বান্দার হক পূরণ করে।

ঈদুল ফিতর অত্যন্ত তাৎপর্যবহ। ঈদ মানে খুশি আর ফিতর মানে দান। সুতরাং ঈদুল ফিতর মানে দানের খুশি। আল্লাহর বান্দারা রমজান মাসজুড়ে নিজেদেরকে খোদায়ী প্রেমে বিলিয়ে দেন। আর ঈদের দিন সবাইকে ভালোবাসা ছড়িয়ে দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গানটি এমনই বার্তা দিয়ে যায় যুগ থেকে যুগে– ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।’

ঈদ মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ-উৎসবই নয়, বরং এটি একটি মহান ইবাদত যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা খুঁজে পায়। সব শ্রেণী ও সকল বয়সের নারী-পুরুষ ঈদের জামাতে শামিল হয়ে মহান আল্লাহ্র শোকর আদায়ে নুয়ে পড়ে। ইসলামী বিশেষজ্ঞদের মতে, ঈদ-উল-ফিতরের দিনে খুশি প্রকাশ করা মুসলমানের জন্য মুস্তাহাব। যখন ঈদের দিন ভোর হয় তখন আল্লাহ্ তাআলার আপন ফেরেস্তারা সব শহরে, সব গলি ও রাস্তাগুলোর মাথায় দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলাও তাঁর বান্দাদের এভাবে সম্বোধন করেন, হে আমার বান্দারা! চাও, কি চাইতে ইচ্ছে হয়! আমার সম্মান ও মহত্ত্বের শপথ! আজকের দিনে এ জমায়েতে (ঈদের নামাজে) তোমাদের আখিরাত সম্পর্কে যা কিছু চাইবে তা পূরণ করব। আর যা কিছু দুনিয়া সম্পর্কে চাইবে তাতে তোমাদের মঙ্গলের দিক দেখব। আমার সম্মানের শপথ! তোমরা যতক্ষণ পর্যন্ত আমার বিধানাবলীর প্রতি যত্মবান থাকবে আমিও তোমাদের ভুলত্রুটিগুলো গোপন রাখব। আমার সম্মান ও মহত্ত্বের শপথ, আমি তোমাদের সীমালঙ্ঘনকারীদের সঙ্গে অপমানিত করব না। তোমাদের ঘরের দিকে ক্ষমাপ্রাপ্ত হিসেবে ফিরে যাও। তোমরা আমাকে সন্তষ্ট করেছে। আমিও তোমাদের ওপর সন্তষ্ট হয়ে গেছি।

শেয়ার করুন