সীতাকুণ্ডে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঈদের দিন সকালে

চট্টগ্রাম : ঈদুল ফিতরের দিন (সোমবার) সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে এক বৃদ্ধ মুদি দোকানীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারনা হচ্ছে।

সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে শহীদুল্লাহ (৬২) নামে ওই দোকানদারের মরদেহ উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে উদ্ধার করা হয়। শহীদুল্লাহর ছেলে ওই বাজারের একটি ওয়ার্কশপের পেছনে তার বাবার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শহীদুল্লাহর বাড়বকুণ্ড বাজারে একটি মুদি দোকান আছে। প্রায় ৪০ বছর ধরে তিনি ওই বাজারে মুদি মালের ব্যবসা করে আসছেন বলে জানা গেছে। সূত্র জানায়, বাজারের পাশেই শহীদুল্লাহর বাড়ি। ঈদের আগের রাত হওয়ায় রোববার সারারাত শহীদুল্লাহর দোকান খোলা ছিল। রাত আড়াইটার দিকে তিনি সেমাই নিয়ে বাড়ি ফিরছিলেন। দোকানে রেখে আসেন ছেলেকে।

ভোর ৪টার দিকে ছেলে বাড়ি পৌঁছে দেখতে পান, তার আব্বা তখনও বাড়ি ফেরেননি। খুঁজতে বেড়িয়ে শহীদুল্লাহর ছেলে দেখেন, বাজারের একটি ওয়ার্কশপের পাশে সেমাইগুলো পড়ে আছে আর ওয়ার্কশপের পেছনে খোলা জায়গায় শহীদুল্লাহর মরদেহ পরে আছে। এরপর পুলিশকে খবর দেন তিনি।

পুলিশের ধারনা- কাছে কোন টাকা পয়সা না পেয়ে বৃদ্ধ শহীদুল্লাহকে ছিনতাইকারীরা খুন করেছে।

 

শেয়ার করুন