সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে সকল শহীদের স্মরণে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

প্রথমেই সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ সাধারন সম্পাদক নাসির উদ্দিন অনিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তেরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন