
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন সীতাকুণ্ডবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করবে এস এম আল মামুন। ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে তার পিতার জন্য আমি কাজ করেছি। নেত্রীর সিদ্ধান্তের উপর কিছুই নেই! যোগ্যতা বিবেচনায় মামুনকে নৌকা প্রতীক দিয়েছেন তাই তার বিজয় মানে শেখ হাসিনার বিজয়।
গত ১৬ ডিসেম্বর উপজেলা সদরে বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতি’র বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত এস.এম আল-মামুন। জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, আবুল কালাম চেয়ারম্যান, সীতাকুণ্ড পৌরসভা মেয়র বদিউল আলম, চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সাইদ মিয়া, আরিফুল আলম চৌধুরী, চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমদ, চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সাংগঠনিক সম্পাদক আবেদিন আল মামুন, এড. আবদুস সামাদ, মোঃ শাহজাহান, বদিউল আলম জসিম, মোঃ শিহাব উদ্দিন প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত