
প্রতারকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন করেছে ভুক্তভোগি বন্ধুমহল আজ ২০ ডিসেম্বর বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে।
এতে লিখিত বক্তব্যে বলা হয়ে, গত ০১..১২.২০২০ থেকে ০৫.১০.২০২১ পর্যন্ত আমরা বিভিন্ন পরিচিত বিভিন্ন ব্যক্তিগনের মারফত ইমরুল হাসান, পিতা সামসুল আলম, মাতা নসিফা বেগম, বজল সও, এর বাড়ি ডিসি রোড পশ্চিম বাকলিয়া চকবাজার চট্টগ্রাম এবং মহানগর জোহরা ডিভাইন ২ নং কসমোপলিটন রোড, পলিটেকনিকেল, ষোলশহর, পাঁচলাইশ, চট্রগ্রাম। স্থাীয় ঠিকান – গ্রাম -দেবরাজ. ওয়ার্ড নং – ৪, মোড়লগন্জ, বাগেরহাট নামক ব্যক্তির সাথে পরিচয় হওয়ার কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমরা মাসিক মুনাফা ভিত্তিক ব্যবসায়ে টাকা বিনিয়োগ করি চারকোটি ৫০ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা।
যার বিনিময়ে প্রত্যোককে এন আই সি আর চেক এবং স্টাম্প প্রদান করে। টাকা নেওয়ার পর সে কোন রকম মুনাফার টাকা এবং আসল টাকার হিসাব ও ব্যবসায়িক কোন হিসাব নিয়ে আলোচনা করছেনা উল্টো বিভিন্ন রকম হুমকি দিয়ে ছলচাতুরি করছে। ঐ প্রতারক এখন তার মোবাইল বন্ধ করে আত্নগোপনে আছে। এমতাবস্থায় আমরা বন্ধুরা আত্নিয় সজ্বন থেকে যে টাকা ধার নিয়ে ঐ প্রতারককে দিয়েছি সে আমাদের টাকা ফেরত না দেয়ার কারনে আমার খুবই বিপদে আছি এবয় আত্নিয় স্বজনের টাকা ফেরত দিতে পারছিনা। এই ব্যাপারে আমরা থথানায় জিডি করেছি আর আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রসাশনের সুদৃষ্টি কামনা করছি। তাই আজ আমরা সকল বন্ধু মিলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করছি।
মানববন্ধনের উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আতিকুর রহমান, মোঃ মাইনুদ্দিন,মেহেদি হাসান, মোঃ নাছির উদ্দিন, মোঃ ইউনুছ মিয়া।