অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল “নাগরিক পদক্ষেপ ”

 

অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন আনিসুজ্জামান চৌধুরী সাইমন। ছবি – দৈনিক নয়াবাংলা

নগরের বিভিন্ন এলাকায় রাস্তায়, অলি গলিতে থাকা শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন “নাগরিক পদক্ষেপ”

শনিবার রাতে সংগঠনের উদ্যোগে সভাপতি আনিসুজ্জামান চৌধুরী সাইমন এর পৃষ্ঠপোষকতায় আমানত শাহ মাজার থেকে শুরু করে বদর শাহ মাজার, লালদীঘি, রেলওয়ে স্টেশনের সামনে, মিসকিন শাহ মাজার, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা মোড় জামিয়ায়াতুল ফালাহ মসজিদ, প্রবর্তক মোড়, গোল পাহাড় মোড় ও লোকনাথ মন্দিরের সামনে, চট্টোশ্বরী কালী বাড়ির সামনে, নন্দন কানন বৌদ্ধ বিহার, জিইসি মোড়, দুই নম্বর গেইট, চকবাজার, আগ্রাবাদ, টানেল রোড এলাকায় ঘুরে ঘুরে সারারাত অসহায় পথ মানুষের মাঝে এই শীত বষ্ত্র বিতরণ করা হয়।

এই শীত বস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন, সভাপতি মোঃ আনিসুজ্জামান চৌধুরী সাইমন, রোকসানা পলি, ফৌজিয়া, রোকন উদ্দিন, দেলোয়ারা বেগম, রাফি বিন সালাম ও আলী যাকের সেন্টু প্রমুখ সভাপতি আনিসুজ্জামান চৌধুরী সাইমন বলেন, শনিবার রাতে নয়টা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় তিনশত কম্বল বিতরণ করা হয়েছে, অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ ধারাবাহিকভাবে আরো কয়েকদিন চলবে মহানগর জুড়ে।

শেয়ার করুন