
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোট নিবে ২৭৯৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা। এদের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগী কমিশনার (সার্বিক) মোঃ শামীম আলম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম।
নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড ০৯ ও ১০ আসনে ভোট গ্রহণের জন্য ২৭৯৬ জন কর্মকর্তাকে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ১১০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১১৭৫ জন, পোলিং অফিসার ১৫১১জন প্রশিক্ষণ গ্রহণ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড ০৯ ও ১০ আসনে মোট ভোটার ৪,২৭,২০৬। তার মধ্যে পুরুষ ভোটার ২,২৪,৮৩৪ নারী ভোটার ২,০২,৩৬৪, হিজড়া ভোটার ৮।