২০০৭ সালে বহুল আলোচিত ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থার সময় এম মনজুর আলমের ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেছেন, ওয়ান-ইলেভেনে মনজুর আলমের ভূমিকা চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে বেদনার দাগ কেটেছিল।’ তবে মনজুরের ভূমিকা কী ছিল সেটা খোলাসা করেননি বাচ্চু।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মহিউদ্দিন বাচ্চু এ কথা বলেন।
নগরীর হালিশহর, ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী, আকবর শাহ ও পাঁচলাইশের একাংশ নিয়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন। মোট ওয়ার্ড আটটি- শুলকবহর, দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, পাহাড়তলী, লালখান বাজার, উত্তর আগ্রাবাদ, রামপুর এবং উত্তর হালিশহর। মোট ভোটার চার লাখ ৬৯ হাজার ২৪৬। তিনবারের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুর পর বিদায়ী বছরের ৩০ জুলাই এ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য হন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু।
এম মনজুর আলম উত্তর কাট্টলী ওয়ার্ডের তিনবারের সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র। রাজনীতিতে মনজুরের গুরু হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী। ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থার সময় এবিএম মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার হলে ভারপ্রাপ্ত মেয়র মনজুরের নানা কর্মকাণ্ডে মহিউদ্দিনের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ তৈরি হয়েছিল। দূরত্ব ঘোচানোর চেষ্টা করেও সফল না হয়ে মনজুর ২০১০ সালে বিএনপিতে যোগ দেন। দলটির মনোনয়নে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর অবশ্য গুরু-শিষ্য আবার এক হয়ে যান।
২০১৫ সালে আবার প্রার্থী হলেও গোলযোগপূর্ণ নির্বাচনে আ জ ম নাছির উদ্দীনের কাছে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। বছর তিনেক রাজনীতিতে নিষ্ক্রিয় থেকে আবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
চট্টগ্রাম-১০ আসনে মোট প্রার্থী ৯ জন। এর মধ্যে নৌকা প্রতীকের মহিউদ্দিন বাচ্চুর বিপরীতে প্রচার-প্রচারণায় সাড়া ফেলতে সক্ষম হয়েছেন ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম।
স্বতন্ত্র প্রার্থী নিয়ে কার্যত ‘বেকায়দায়’ থাকা মহিউদ্দিন বাচ্চু মতবিনিময় সভা ডেকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর আমি চট্টগ্রাম-১০ আসনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি। এসব সমস্যা এবং সমাধানের উপায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি জাতীয় সংসদে উত্থাপন করেছি। দায়িত্ব পালনের এ সংক্ষিপ্ত সময়ে আমার নির্বাচনি এলাকার মৌলিক সমস্যা চিহ্নিত করে সমাধানে সচেষ্ট থেকেছি।’
তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনে আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ঘোষিত ইশতেহার বাস্তবায়নে জীবন শক্তি দিয়ে অবিচল থাকার অঙ্গীকার করছি। শৈশব থেকে আমি জনকল্যাণে সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকারে অভ্যস্ত। ৪২ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমৃক্ত আছি। অঙ্গীকার করছি, চট্টগ্রামকে আধুনিক, স্মার্ট নগরীতে রুপ দিতে বিভিন্ন শ্রেণি-পেশার দক্ষ-অভিজ্ঞ ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিতে ভূমিকা রাখব।’
স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমকে কঠিন প্রতিদ্বন্দি মনে করেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমি মনে করি এখানে সব প্রতিদ্বন্দী প্রার্থীর কিছু না কিছু যোগ্যতা অবশ্যই আছে। একইভাবে উনারও আছে যোগ্যতা। তিনি ১৭ বছর ধরে কাউন্সিলর ছিলেন। কিন্তু এ সংসদীয় আসনের কাউন্সিলর ছিলেন না। সংসদীয় এলাকার বাইরের কাউন্সিলর ছিলেন।’
‘তিনি সিটি মেয়র ছিলেন। সেটা নিয়ে জনমনে একটি ক্ষোভ আছে। ওয়ান ইলেভেনে তার যে ভূমিকা আমি সেটা সমালোচনায় আনতে চাইছিলাম না। আপনারা প্রশ্ন করছেন, তাই বলতে হচ্ছে। তখন তার ভূমিকা চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে বেদনার দাগ কেটে গেছে।’
মনজুর প্রসঙ্গে বাচ্চু আরও বলেন, ‘উনার কোনো উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান আমাদের নির্বাচনি এলাকায় নেই। অন্য জায়গায় আছে। উনার একটি অফিস আছে যেখান থেকে তিনি তার অন্যন্য ব্যবসার কাজ নিয়ন্ত্রণ করেন। আর আমি ইসলাম ধর্মের অনুসারী একজন মানুষ। তিনিও ইসলাম ধর্মের অনুসারি। আমাদের যা কিছু সম্পদ আছে, অর্থ বিত্ত আছে আমাদের ধর্ম অনুসারে সেগুলো মানুষকে বিলিয়ে দিতে হয়। আর বিলিয়ে দেওয়ার প্রতিদান চাওয়ার কোনো সুযোগ নেই। সেটা আল্লাহর পক্ষে। যে বিনিময় চায়, সেটা ধর্মীয়ভাবে একটি অপরাধ। মানুষকে অপমান করার মতো একটি কাজ।’
গত উপনির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে মাত্র ১১ শতাংশ ভোট পড়েছিল, সেটা এবারও হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিশ্বের নির্বাচনি সমীক্ষা আপনারা দেখলে যেখানে যেখানে রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, সেখানে জাতীয় নির্বাচনে ভোট ৬০ শতাংশের বেশি হয় না। আমার যে উপনির্বাচনে ভোটের শতাংশ কম, সেটা সংসদের একেবারে শেষদিকে এসে অনুষ্ঠিত হয়েছে। ভোট দিলে পরিবর্তন সাধিত হবে না, সে কারণে মানুষ ভোট দিতে উৎসাহ পায়নি। কেন্দ্রে আসেনি।’
কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগ ঘোষনা দিয়েছে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে। সেটার ব্যত্যয় ঘটানো আমার পক্ষে কোনোভাবেই সুযোগ নেই। আমি অভিযোগ সম্পর্কে জ্ঞাত নই।’
‘সেরকম কোনো অভিযোগ আমি পাইনি। চট্টগ্রাম ১০ আসনে কোনো প্রার্থীর সঙ্গে কোনো প্রার্থীর বাকবিতন্ডতাও হয়নি। সমর্থকদের মধ্যেও বাকবিতন্ডতা হয়নি। এটা আমাদের আনন্দিত হওয়ার কথা। তার অভিযোগটি আমার বিশ্বাসে কাল্পনিক। তিনি যে আইনগত প্রতিষ্ঠানে এ অভিযোগ করতে পারেন সে জায়গা থেকেও এখন পর্যন্ত এরকম কিছু জানানো হয়নি।’
ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা বিতরণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি মাত্র তিন মাস। এ তিন মাসে সরকারি যে অনুদানগুলো আছে সেগুলো বিতরণের দায়িত্ব আমার মধ্যেই পড়ে। আইনগতভাবে আমি যে সময়ের মধ্যে বিতরণ করার অধিকার রাখি সে সময়ের মধ্যে আমি সেগুলো করেছি।’
‘বিতরণ করেছি বলতে আমি ঘোষণা দিয়েছি। বিতরণ হবে জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে। যাকে বা যে প্রতিষ্ঠানে দিলাম সে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো ব্যক্তি স্বয়ং গিয়ে স্বাক্ষরে করে সে চেক গ্রহণ করতে হয়। আমার কাউকে হাতে চেক তুলে দেওয়ার সুযোগ নেই, সেটা আপনাদের নিশ্চিত করলাম।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বেলায়েত হোসেন ও দেলোয়ার হোসেন খোকা।