
বিগত সময়ের সংসদ সদস্যের ব্যর্থতা এবং আন্তরিকতার অভাবে এই আসনের তৃণমূলের সকল আওয়ামীলীগ কর্মী তথা সাধারণ জনগণ আজ ক্ষুদ্ধ এবং ভারাক্রান্ত। বিগত ১৫ বছরে প্রতিনিয়ত পিছিয়ে পড়া আমার জন্মস্থান হাটহাজারীকে দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে এই যাত্রায় শামিল করতে এলাকার প্রবীণ নাগরিকের অভিজ্ঞতা এবং তরুণ জনশক্তির উদ্যোমকে পুঁজি করে কাজ করতে চাই।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা করেন।
তিনি আরও বলেন, একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য আমাদের আস্থার প্রতীক জননেত্রী শেখ হাসিনা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। জনগণ নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আশা করছি। আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি কোনো অশুভ শক্তির প্ররোচনায় প্রশাসন প্রভাবিত হবে না।
তিনি বলেন, গত কদিনে আমার নির্বাচনী এলাকার সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আপ্রাণ চেষ্টা করেছি। অনেকের সাথেই দেখা হয়েছে, দোয়া নিয়েছি। যাদের সঙ্গে দেখা করতে পারিনি, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী ৭ জানুয়ারি ‘কেটলি মার্কায়’ ভোট দিয়ে আমাকে জয়ী করবেন এবং তাদের পাশে থেকে কাজ করার সুযোগ দেবেন।