সীতাকুণ্ডে দুই পর্যবেক্ষকের ভোট কেন্দ্র পরিদর্শন

বিদেশি দুই পর্যবেক্ষক সীতাকুণ্ড ডিগ্রি কলেজ এর ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

রবিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে পৌঁছানোর পর ভারত থেকে আসা সব্যসাচী ব্যানার্জি ও আফ্রিকা থেকে আসা ট্যাডি ভোট কেন্দ্রের খুটিনাটি বিষয়ে অবগত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র এসিসটেন্ট সেক্রেটারি এটিএম মোর্শেদ বাংলাদেশ নির্বাচন কমিশনের এসিসটেন্ট সেক্রেটারি কামিমা ইফাত, এডিশনাল এসপি  এবিএম রায়হানুল বারী,  সীতাকুণ্ড নির্বাচনী কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন, চকবোর্ডের চেয়ারপার্সন ও সিইও শাহরিয়ার হোসেন বাবলা।

পরে সীতাকুণ্ডের সরকারি মহিলা কলেজের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন