“নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম-১২ আসন (পটিয়া)” এর উদ্যোগে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী – আব্দুল হান্নান

আজ বেলা ১ টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে, “নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম-১২ আসন (পটিয়া)” এর উদ্যোগে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী এর নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম-১২ (পটিয়া)। এছাড়াও মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চেমনারা তৈয়ব, সাবেক মহিলা এমপি এবং সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ, আইয়ুব আলী, সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, প্রদীপ দাশ, যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসন (পটিয়া) হতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোতাহেরুল ইসলাম চৌধুরী মহান রাব্বুল আলামীনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দল থেকে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদের সদস্য হওয়ার সুযোগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহীদ, সম্ভ্রম হারানো সকল মা-বোনকে, শহীদ বুদ্ধিজীবীদের, সকল বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের কৃতি সন্তানদের শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। গত ০৭/০১/২০২৪ তারিখ নির্বাচনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য, আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতা কর্মীদের দায়ী করা হচ্ছে, যা অহেতুক এবং স্বতন্ত্র প্রার্থীর ভাড়াটে সন্ত্রাসীরা মোতাহেরুল ইসলাম চৌধুরীর কর্মী-সমর্থকদের উপর হামলা অব্যাহত রেখেছে বলে জানান। নির্বাচন হচ্ছে একটি প্রতিযোগিতা, এখন প্রতিযোগিতা শেষ। তাই মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়াকে তার অতীত ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে সাজাতে চায় বলে মন্তব্য করেন। কোন হিংসা-প্রতিহিংসা নয়, ক্ষোভ-বিক্ষোভ নয়, পটিয়া হবে শান্তির জনপদ বলে জানান। মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়াকে একটি স্মার্ট ও আদর্শ উপ-শহর হিসেবে গড়ে তুলতে চান এবং সেজন্য সর্বস্তরের পটিয়াবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন