সীতাকুণ্ড কলেজ রোডে ‘মায়াবী রেস্তোঁরা’ উদ্বোধন

‘মায়াবী রেস্তোরা’ উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

সীতাকুণ্ড কলেজ রোড মন্দির সড়কে উদ্বোধন হলো অভিজাত রেস্তোঁরা ‘মায়াবী’।

দেশি-বিদেশি ভোজনবিলাসীদের কথা মাথায় রেখে অভিজ্ঞ শেফের তত্ত্বাবধানে দেশি ইন্ডিয়ান ফুডের পাশাপাশি হরেক রকম নাস্তার ব্যবস্থা রয়েছে

সোমবার (১৫ জানুয়ারি) সকালে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ।

পরে মেয়র উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করে পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখেন। সীকাকুণ্ডে এমন একটি দৃষ্টিনন্দন রেস্তোরা দেখে উচ্ছ্বাস প্রকাশ করে এর সাফল্য কামনা করেন।

সীতাকুণ্ড কলেজ রোডে স্বাস্থ্যসম্মভাবে এমন রেস্তোরার আঁকুতি দীর্ঘদিনের, এমন তথ্য দিয়ে উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে মেয়র বলেন, সীতাকুণ্ডে এমন একটি রেস্তােরা ছিল সময়ের দাবি, যেখানে বসে পুরো সীতাকুণ্ডের ভিউ পাওয়া যাবে। ক্যাফে প্রেমীদের কথা মাথায় রেখে জমকালো ডেকোরেশনের পাশাপাশি সীতাকুণ্ডের বিভিন্ন পর্যটন স্পটের ছবি দিয়ে সাজানো হয়েছে। প্রাকৃতিক পরিবেশে প্রশিক্ষিত ওয়েটারের পরিবেশনায় খাবারের গুণগত মান নিশ্চিত করাসহ জীবানুমুক্ত হালাল ও টাটকা খাবারের নিশ্চয়তা দিবে বলে আমাদের প্রত্যাশা থাকবে।

ব্যবসায়ী সংগঠক নিতাই দে রিপনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ বনিক, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর, কামাল, বেলাল, তরুন নাথ।

শেয়ার করুন