
”ঐক্য বন্ধনে দৃঢ় প্রতিজ্ঞ” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার সাবেক শিক্ষাথীদের নিয়ে গঠিত ” বিবিসি”।
এই বিবিসি’র সদস্যরা বর্তমানে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। কেউ আলেম, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান কাজে। বিবিসি গঠন করার পর প্রতিবছর বিভিন্ন জায়গায় বনভোজনসহ সামাজিক কাজকর্ম নিয়ে এই সংগঠনকে সজাগ রেখেছেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন আজাদ।
বিবিসি’র সদস্যদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আসছে ১৯ জানুয়ারি ২০২৪ রোজ শুক্রবার । তাই এই মাহফিলকে কেন্দ্র করে বিবিসি’র সদস্যদের মিলন মেলা ও এক বিশেষ সাধারণ সভা আগামী ১৯ জানুয়ারি বাদে মাগরিব মাদরাসার হল রুমে মাসুদুল আলম নদভী ‘র সভাপতিত্বে ও মোঃ বোরহান উদ্দিন আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত হবে ‘বিবিসি’র সদস্যদের মিলন মেলা। এতে বাৎসরিক বনভোজনসহ নানান বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিবিসি’র মুখপাত্র আজাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং সকল সদস্যরা যথাসময়ে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।