ভোলার মনপুরায় মেঘনা নদীর চর থেকে ৪৫ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে কচ্ছপটি ডিম পাড়তে এসে চরের কাদামাটিতে আটকে গিয়েছিল। বন বিভাগের তত্তাবধানে কচ্ছপটি সকারে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
ভোলা বন বিভাগ জানায়, মনপুরায় চর থেকে উদ্ধার কচ্ছপটি ‘অলিব রেডলেখ’প্রজাতির।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত