
নগরীর হালিশহর রোড নয়া বাজার আলম মার্কেটস্থ দারুন্নাজাত গার্লস মাদরাসা’র নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি।
মাওলানা আরিফ বিল্লাহ ও মাওলানা মহিউদ্দীন মাহিমের সঞ্চালনায় শিক্ষার্থীদের ছবক প্রদান করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের শামীম।
শিক্ষক মন্ডলির মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মাদ শফিক রাব্বি, জুবায়ের হোসেন মুরাদ, তানজিনা আমীন প্রমুখ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দারুন্নাজাত শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলি ও অভিভাবকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এটি একটি ক্লাস নির্ভর প্রতিষ্ঠান হওয়ায় অভিভাবকদেরকে তাঁদের সন্তানদেরকে নিয়মিত প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ জানান।প্রতিষ্ঠানের আগামীর দিনগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনা সহ সার্বিক উন্নয়নে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেন। এছাড়াও তিনি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে সবাইকে ধন্যবাদ জানান।
শেষে মিলাদ, দুআ-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।