কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট ২৭ ও ৩০ জানুয়ারি

রোববার (২১ জানুয়ারি) ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধানের সই করা বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কলঙ্ক মুছতে হলে শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের বিকল্প নেই।

তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে দেশে অর্থনীতির মুক্তি মিলবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন-জীবিকা আরও দুর্বিষহ হয়ে পড়বে। দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন এ সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে।

শেয়ার করুন