
জনগণের সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমাপনি সভা সম্পন্ন হয়েছে ।
২৪ জানুয়ারি (বুধবার ) সীতাকুণ্ড উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিব উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন্নেচছা বেগম, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ইপসা সিভিক প্রকেল্পর টিম লিডার ডেপুটি ডিরেক্টর খালেদা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা সিভিক প্রকল্পের ফোকাল পার্সন মোঃ শাহজাহান। সভায় সমানপনী বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী ।
ইপসা সিভিক প্রকল্পের সীতাকুণ্ড উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়–য়া, কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান মিয়া, সীতাকু- এম এ কামেল মাদ্রাসার প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, শংকরমঠ সংস্কৃতিক কলেজের প্রভাষক নেপাল কৃঞ্চ ভট্টাচার্য, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারভিন আক্তার, উপজেলা জামে মসজিদের খতিব মোঃ জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ ও স্কুলের ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, ইপসা সিভিক প্রকল্পের কার্যকম খুবই প্রয়োজন। এটি চলমান রাখা উচিৎ বলে তিনি মনে করে। এসময় তিনি প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন।
ইপসা-(ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) বিগত তিন দশক ধরে সংশ্লিষ্ট এলাকাবাসী, স্থানীয় সরকার, সরকারের বিভিন্ন দপ্তর ও প্রশাসনের সাথে সমন্বয় করে বৃহত্তর চট্টগ্রামে প্রধান ছয়টি কর্মসূচির (স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার ও সুশাসন, অর্থনৈতিক ক্ষমতায়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং দূর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সাড়াদান) আওতায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। ইপসা কক্সবাজার জেলার ৮টি উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য স্বাস্থ্য, স্যানিটেশন, দূর্যোগ ব্যবস্থাপনা, মানবপাচার বিরোধী সচেতনায়ন, দু:স্থ ও অসহায় নারী-শিশুদের আইনি সহায়তা ও প্রতিবন্ধী ব্যাক্তিদের সক্ষমতাবৃদ্ধিসহ উগ্রবাদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে বিভিন্ন প্রকল্পসহ রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য বিভিন্ন মানবিক সাড়াদান কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে এবং স্থানীয় প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতায় “কক্সবাজার জেলার জনগনের সামাজিক সম্পৃক্তার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রকল্পের প্রথম পর্যায়ের কার্যক্রম ইতিমধ্যে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় প্রশাসনের সার্বিক সহযোগীতায় সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে উক্ত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজে কক্সবাজার জেলার (সদর, রামু, চকরিয়া, মহেশখালী এবং উখিয়া-এফডিএমএন) এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বিভিন্ন লক্ষিত জনগোষ্ঠী যেমন-বেকার ও ঝরে পড়া স্থানীয় যুব শ্রেণী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষক মন্ডলী, নারীসহ অন্যান্য অংশীজন যেমন ধর্মীয় নেতা, স্থানীয় সরকার, প্রশাসন ও মিডিয়াসহ বিভিন্ন জনগোষ্ঠীকে সাথে নিয়ে উগ্রবাদ ও সহিংসতা নিরসন বিষয়ক কর্মসূচি সম্পন্ন করা হয়।