[caption id="attachment_88666" align="aligncenter" width="300"]
গিরিধারা উলূমুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করছেন মাওলানা আলী উছমান - আব্দুল হান্নান[/caption]
নগরীর আমবাগানস্থ গিরিধারা ফ্লোরাপাস রোডে অবস্থিত গিরিধারা উলূমুস সুন্নাহ মাদ্ররাসার ৩য়তম বার্ষিক মাহফিল সবক ও প্রতিযোগিতা অনুষ্ঠান মাদ্রাসার ময়দানে শায়খুল হাদীস মাওলানা আলী উছমান এর সভাপতিত্বে ও অত্র মাদরাসার পরিচালক এবং ঝাউতলা স্টেশন রোড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আরিফুর রহমান এর সঞ্চালনায় ২৬ জানুয়ারি শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন দক্ষিণ খুলশী জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ সোহাইল রায়পুরী, ওয়ার্লেস বড় মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন সাবেরী, বিচারক ছিলেন ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ মাসউদ, নুরুল আলম।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত