চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা নতুন ব্রিজ বশিরুজ্জামান চত্বরে সমগ্র এলাকা জুড়ে ফুৎপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দখল বাণিজ্য। চত্বরের চতুরপাশে গাড়ি চলাচলের সড়কের বেশিরভাগ জায়গা দখল করে উভয় পাশে ভাসমান দোকানিরা পসরা বসিয়ে দৈনিক ও মাসোহারা চাঁদার ভিত্তিতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক প্রকার স্বাধীনভাবেই। দেখার যেন কেউ নেই। ওই সমস্ত ভাসমান ব্যবসায়ীদের কারণে যান চলাচলের সমস্যা যেমন সৃষ্টি হচ্ছে তেমনি ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। যেখানে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ হাঁটাচলা করার কথা সেই ফুটপাত এখন হকারদের দখলে।
সরজমিনে দেখা যায় ভোরের আলো ফোটার সাথে সাথে শত শত ভাসমান দোকানদার ফুটপাত ছাড়িয়ে গাড়ি চলাচলের রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছেন ব্যবসা-বাণিজ্য।ফুটপাত দখল করে পথচারীদের অগ্রাধিকার খর্ব করা হয়েছে তেমনি রাস্তা দখলের কারণে গাড়ি চলাচলের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে রাস্তা সংকলনের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা জ্যাম,জ্যামের কারণে সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না চাকরিজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষ এমনকি স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায় বাকুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বডিগার্ড হিসেবে পরিচয় দিয়ে মোহাম্মদ ইলিয়াস ও ভাসমান হকার বসিয়ে চাঁদাবাজি করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই বিষয়ে আমার জানা নেই, তবে তথ্য পেলে অবশ্যই তাদের ব্যাপার আইন গত ব্যাবস্হা নেওয়া হবে।