 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ
 এমপি মামুনকে সীতাকুণ্ড প্রেসক্লাবের সংবর্ধনা 
  
    
    
    ![]()
শনিবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নতুন এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সাংবাদিকরা। পরে প্রেসক্লাবের সকল সদস্যরা নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি বলেন,আমি ১০ বছর সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করেছি। এসময় সাংবাদিকরা যথেষ্ট সহযোগিতা করেছেন। এবার এমপি নির্বাচিত হয়েছি, সীতাকুণ্ডের উন্নয়নে এবারও সাংবাদিকরা সহযোগিতা করে যাবেন। সাংবাদিকরা জাতির দর্পণ, আপনার সফলতা যেমন তুলে ধরবেন তেমনি সকল প্রকার অনিয়ম, সমস্যাও তুলে ধরবেন। এসময় তিনি নির্বাচন কালীন সময়ে সঠিক সংবাদ পরিবেশন করে সহায়তার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলো সবাইকে তার পাশে থাকার আহবান জানান। সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন নব-নির্বাচিত এমপি।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম হেদায়েত, সেকান্দর হোসাইন, ক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন অনিক, চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান।
 
 
 
 
 
    
    
         
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
        
        
             কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত