 
    
     প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
 সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের প্রশিক্ষণ পেল ২৫০ নৌকার মালিক 
  
    
    
    ![]()
১০ টি ব্যাচে ২ দি ব্যাপী মোট ২০ দিনের প্রশিক্ষণে সম্প্রসারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক, চট্টগ্রাম বিভাগ  ফারহানা লাভলী ;জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম শ্রীবাস চন্দ্র চন্দ।
সম্প্রসারিত বক্তরা মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত মাছের গুণগতমান ও পরিমাণগত ক্ষতি এবং এ ক্ষতি নিরসন করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী ; মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈম.
মাছ আহরণের পর সঠিক পরিচর্যার অভাবে প্রতিবছর প্রায় এক-তৃতীয়াংশ মাছ নষ্ট হয়ে যায়।প্রতি ব্যাচে ২ দিন ব্যাপী এ ক্ষতির কারণ ও প্রশমন বিষয়ে আলোচনা করা হয়।
 
 
 
 
 
    
    
         
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
        
        
             কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত